আজিজুল ইসলাম, পাইকগাছা:
খুলনার পাইকগাছায় ৩৭ অসহায় ও দুস্থ নারী-পুরুষ পেল প্রধানমন্ত্রী’র কল্যান তহবিলের চিকিৎসা সহয়তা চেক। বুধবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত পাইকগাছা প্রেসক্লাবে খুলনা-৬ সংসদ সদস্য মো.আক্তারুজ্জামান বাবু এইসব অসুস্থ্য ও হতদরিদ্র মানুষের হাতে ২৩ লাখ ৪০ হাজার টাকার চেক তুলে দিলে তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী ও এমপি আক্তারুজ্জামান বাবু’র দীর্ঘায়ু কামনা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু ও সস্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান গাজী, কওসার আলী জোয়াদ্দার, আবু জাফর সিদ্দিকী রাজু, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, সাবেক কাউন্সিল শেখ আনিছুর রহমান মুক্ত, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম প্রমূখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না