মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার, ৩১আগস্ট বেলা ১১ টায় জীবননগর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর।
প্রধান অতিথি এসময় অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে উপজেলা উন্নয়ন সহায়তা খাতের বরাদ্দ হতে জীবননগর উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আলী আজগর টগর বলেন,আমাদের সরকারের আমলে সারা দেশে স্কুলের উন্নয়ন হয়েছে। এমন কোন স্কুল নাই যে যেখানে উন্নয়নের ছোয়া লাগেনি।আমরা ছাত্র ছাত্রীদের সুশিক্ষাই শিক্ষিত করতে চাই।আগামীতে তারা বিশ্বে মাথা উচু করে দাড়াবে।পাশাপাশি আমরা দরিদ্র মেধাবীদের কে সহযোগিতা করে তাদেরকেও এগিয়ে নিয়ে যাচ্ছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, জীবননগর পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা ও মোছাঃ আয়েশা সুলতানা লাখি প্রমুখ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না