সুনামগঞ্জ প্রতিনিধি:
শোকের মাসে নিজ নির্বাচনী এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সংবর্ধনা নিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। বুধবার (৩০আগস্ট) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আদর্শ কলেজে সৈয়দপুর গ্রামবাসীর আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্টের শোকাবহ মাস উপেক্ষা করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে আগস্টেই এ সংবর্ধনা গ্রহণ করেন ।
এতে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতা কর্মীদের উপস্থিতি ছিল সরব। তারা শোকের মাস ভুলে গিয়ে এম এ মান্নান যাতে আবারও নৌকার মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন ঐ ধরনের শ্লোগান দেন।
এ ছাড়া বিএনপিকে দোষারোপ না নিজ দলের লোককে প্রতিপক্ষ বানিয়ে তাদের নির্মূল করার জন্যও অনেক বক্তা দাবি তুলেন।
শোকের মাসে সংর্বধনা প্রদানের ব্যাপারে অনুষ্ঠানের সভাপতি সৈয়দপুর-শাহার পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেনকে কয়েকবার মুঠোফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতা কর্মীরা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না