মোঃ রোকন মিয়া, উলিপুর:
কুড়িগ্রামে উলিপুরে গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরা গ্রামে থেকে আব্দুস সালাম নামে এক জন মাদক কারবারীকে ২০কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার, ২৯আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী আভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুস সালামকে তার নিজ বাড়ী থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে। আব্দুস ছালাম গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরা গ্রামের আব্দুল হামিদের পুত্র।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী জানান, বুধবার (৩০আগস্ট) দুপুরে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়ে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না