১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
শিরোনাম:
পাইকগাছায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার
রিপোর্টার
- আপডেট সময় : ১২:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ৬৪
আজিজুল ইসলাম,পাইকগাছা:
পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের কানাখালী খাল থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পাইকগাছা থানা পুলিশ খাল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট তৈরী করেছেন।
জানা গেছে, নিহত বিশ্বজিৎ (৫২) উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ভড়েঙ্গা চকের রামপদ ঢালীর ছেলে। সে মানসিক ভারসাম্যহীন ছিলো এবং চিকিৎসাধীন অবস্থায় ছিলো। সে তার বোনের বাড়ী কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গায় যাওয়ার সময় পথিমধ্যে পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের কানাখালী নামক স্থানে মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
এ বিষয়ে পাইকগাছা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।