মোঃ রোকন মিয়া,উলিপুর:
কুড়িগ্রামে ২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা মো.রাকিব মিয়া (১৯) কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
উলিপুর থানায় মোটরসাইকেল চুরির মামলা রুজু হওয়ার পর। চোর চক্রের মূলহোতা শনাক্ত হওয়ার পর জানা যায়। তার বর্তমান অবস্থান রাজারহাট থানা এলাকায় এবং তাৎক্ষণিকভাবে উক্ত চোরকে গ্রেফতার ও চোরাই মোটরসাইকেল উদ্ধার করার লক্ষ্যে রাজারহাট থানা পুলিশের সহোযোগিতায়।
রাজারহাট থানা পুলিশের এ এস আই মো. ফারুক মিয়া অভিযানে সোমবার, আগস্ট রাজারহাট থানাধীন ২নং ছিনাই ইউনিয়নের সেলিম নগর বাজার এলাকা থেকে রাজারহাটের চাকির পশা গ্রামের মো আফতার উদ্দিন এর ছেলে মো.রাকিব মিয়া (১৯) কে চোরাইকৃত ১টি বাজাজ পালসার মোটরসাইকেল উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।
এছাড়াও তার দেয়া তথ্য স্বীকারোক্তি মতে গত ১০ আগস্ট উলিপুর থানা এলাকাধীন চুরি হওয়া আরো (১টি) চোরাই মোটরসাইকেল (বাজাজ ডিসকভার ১৫০ সিসি) রংপুর জেলার গঙ্গাচড়া থানা এলাকা থেকে উদ্ধার করে।
উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, মোটরসাইকেল চুরি মামলা রুজু হওয়ার সাথে সাথেই উলিপুর থানা পুলিশ চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করতে অনুসন্ধান চলমান রাখে। পরে রাজারহাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোরাই চক্রের মূলহোতাকে হাতেনাতে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। এছাড়াও তার দেওয়া তথ্য মতে রংপুরের গঙ্গাচড়া থেকে আরো একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না