মতলব দক্ষিনে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন
- আপডেট সময় : ০৭:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ৭৩
স্টাফ রিপোর্টার:
চাঁদপুর মতলব দক্ষিনে উপাদী উত্তর ও দক্ষিণ ইউনিয়নে বানিজ্য হিসেবে বহরীর সোবহানে কয়েকটি অবৈধ মিনি ড্রেজার দিয়ে রাতের আঁধারে দেদারছে করছে বালু উত্তলোনের সাথে জরিত কথিত নামদারী নেতা ও এলাকার প্রভাপশালী ব্যক্তি বর্গ। এর কোন ধরনের অনুমোদন, নেই কোন নিতিমালা নিজেদের ইচ্ছে মত হর হামেশাই চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ ব্যবসার রাজত্ব, নিরব কেন উপজেলা প্রশাসন, ইউনিয়ন ভুমি কর্মকর্তারা কয়েক বার বন্ধ করলেও রাতের আধারে। ঐ অঞ্চলে তাকে এক নামে পরিচিতি বালু সোবহান।
অনুসন্ধানে জানাযায়, উপাদী উত্তর ও দক্ষিণ ইউনিয়নে দীর্ঘ কয়েক মাস যাবত অবৈধ মিনি ড্রেজার দিয়ে নিজের ইচ্ছামত পাঁচালী জমি মাঠ এবং রাস্তার পাশ থেকে বালু উত্তলন করে চালাচ্ছে দেখার যেন কেও নেই বর্তমানে ঘারাদারী গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের, পাশে কৃষি জমিতে অবৈধ মিনি ড্রেজার, বালু উত্তোলন করে। এছাড়া ও সোবহানের বাবা ১ টি ও সোবহানে চাচাতো ভাই আজিত এর ১ টি অবৈধ মিনি ড্রেজার দিয়েও ইউনিয়নের ভিবিন্ন স্থানে বালি উত্তোলন করে।
সরকার পক্ষ থেকে মিনি ড্রেজার নিষিদ্ব বা বেআইনি হলে ও আইন কে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, বিনিময়ে লাভবান হচ্ছে অবৈধ মিনি ড্রেজার মালিক সোবহান ও তার পরিবারে লোক জন। অবৈধ মিনি ড্রেজারের ব্যবসা সোবহান আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে পূর্বে সোবহান ট্রাক্টরের ড্রাইভার ছিলেন। বালু সোবানের খুটির জোর কোথায়?
অবৈধ বালি উত্তোল করার কারনে মিনি ড্রেজার এর ক্ষতিগ্রস্হ্য হচ্ছে কৃষকের মাঠ, কৃষকরা ফসল ফলাতে হিমশিম খেতে হয়। এতে করে দেশের কৃষি ফলাদী কমে যাচ্ছে, তার সাথে যেখানে মিনি ড্রেজার দিয়ে খনন করে বালি উত্তোলন করা হয় তার আশপাশের জমি গুলি ভেঙে খনন কৃত ডোবায় চলে যায়।
এ বিষয়ে অবৈধ মিনি ড্রেইজার মালিক সোবহানের সাথে মোঠ ফোনে আলাপ কালে তিনি বলেন ভুমি অফিসে লোক ও উপজেলা প্রশাসন আমাকে কোন সমস্য করেনা শুধু সমস্য আপনারা সাংবাদিকরা এপর্যন্ত ৫০ জন সাংবাদিক দেখা করে সম্মানি নিয়ে গেছে চাইলে আপনাকে সিসিটিভি ফুটেজ দেখাতে পারী কল কেটে দিয়ে। ৩০ মিনিট পরে কল দিয়ে বলেন ভাই আমার এখানে চা খেতে আসিয়েন।
এ বিষয়ে ইউনিয়ন ভুমি কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখি অবৈধ মিনি ড্রেজার সোবাহান ড্রেজারে কিছু সরঞ্জাম বিনষ্ট করে দেই, উইনো স্যার কে জানানো হয় , বন্ধ করে দিয়ে আসার পর পুনোয়ায় আবার রাতের আধাঁরে কোন ক্ষমতা বলে তাদের অবৈধ মিনি ড্রেইজার দিয়ে বালি উত্তলোন শুরু করে।