০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫

জৈনপুর এক্সপ্রেস ও জৈনপুর পরিবহনের বিড়ম্বনায় দীর্ঘ জট

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • / ১০১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোঃ জাবেদ হোসেন:

জৈনপুর এক্সপ্রেস ও জৈনপুর পরিবহনে বিড়ম্বনা চাঁদপুরের বাবুরহাট-মতলব পেন্নাই সড়ক দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় বিড়ম্বনায় পোহাতে হচ্ছে সাধারণ পথচারীদের।

সরেজমিন গিয়ে দেখা যায়, চাঁদপুর-মতলব পেন্নাই সড়ক বাবুর হাটে রাস্তার দুই পাশে অবৈধ ভাবে জৈনপুর এক্সপ্রেস, জৈনপুর পরিবহন বাস গুলো দীর্ঘ সময় দাড় করিয়ে যাত্রী নেয়। এতে রুটের অংশ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তা আরেক অংশে অপেক্ষায় আছে যাত্রী নেওয়ার জন্য ৪০ থেকে ৫০ টি ইজিবাইক অটো। সড়কে দীর্ঘ লাইনে যানবাহন থাকায় ছোট বড় ধরণের যানবাহন চলাচলও ব্যহত হচ্ছে বিশেষ করে চাঁদপুর সদর হাসপাতাল থেকে ঢাকা রেফার করা রোগীদের অ্যাম্বুলেন্স যোগে ঢাকা নেওয়ার জন্য বাবুরহাটে আসতে দীর্ঘ সময় যানজট লেগে থাকে এর কারণে অনেক রোগীর অবস্থা খারাপ।

এদিকে পথচারী হাটা রাস্তা বন্ধ করে দিয়ে দুইটি বাসের টিকেট কাউন্টার বসিয়েছে। অন্য দিকে নির্ধারিত কোন বাস স্ট্যান্ড না থাকায় সন্ধ্যার পরে বাস গুলো মতলব পেন্নাই সড়ক ও কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশ দখল করে বাসা দাড় করিয়ে রাখে এতে করে রাতে বড় ধরণের দুর্ঘটনা হতে পারে। এই সড়কে কোন ট্রাফিক ব্যবস্থাও থাকলে ও তাদের কে ডিউটি করতে দেখা যায় বাবুর হাট তিন রাস্তার মোরে।

ঢাকা থেকে আসা ট্রাক চালক মফিজ খান বলেন, এই সড়ক কে প্রায়ই দেখি জৈনপুর বাস বাবুর হাট ও মুন্সী হাটে রাস্তা দাড় করিয়ে যাত্রী নেয় এতে করে যানজটের সৃষ্টি হয়।

এদিকে মুন্সীর হাট এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন দোকানদার বলেন, জৈনপুর এক্সপ্রেস ও জৈনপুর পরিবহন বাস গুলোর দীর্ঘ সময় রাস্তার পাশে দাঁড় করিয়ে যাত্রী নেয় এর কারণে অনেক সময় যানজট লেগেই থাকে। এর জন্য আমাদের চলাচল করতে অনেক সমস্যা হয় গত শনিবার ২৬ আগস্ট দুপুরে চাঁদপুর শহর থেকে একটি অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে ঢাকা যাওয়ার পথে মুন্সীর হাটে আসলে অনেক ক্ষন আটকা পরে থাকে।

জৈনপুর বাস ড্রাইভার না প্রকাশে অনিচ্ছুক বলেন, আমরা মালিকের কম্পানিতে কাজ করি যে ভাবে বলে ঠিল সেই নিয়ম অনুযায়ী কাজ করি এতে আমাদের কোন দোষ নেই।

এ বিষয়ে জৈনপুর পরিবহনের কর্মচারী কাউছার মাল জানায়, আমি দুপুর ১২ থেকে বিকেল ৪ টা পর্যন্ত এখানে ডিউটি করি আমাকে কাজ করলে কম্পানি বেতন দেয় না এর বেশী আমি কিছু বলতে পারবো না।

এ বিষয়ে জৈনপুর এক্সপ্রেস এর এমডি মো. কামাল এর মুঠোফোনে কল দিলে পরিচয় দেওয়ার পর ১০ মিনিট পরে কল দিবে বলে কল কেটে দেয়। এর পরে ৩০ মিনিট পর কল দিয়ে বলে আমাদের কোন স্ট্যান্ড না থাকার কারণে বাস রাস্তা দাড়িয়ে যাত্রী নেয় ও রাস্তা পাশে টেবিল বসিয়ে টিকেট কাটে আমি এগুলো কয়েদিন মধ্য সরিয়ে নিয়ে যাবো নিউজ করার কোন প্রয়োজন নেই আমি আপনাকে পরে কল দিব।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

জৈনপুর এক্সপ্রেস ও জৈনপুর পরিবহনের বিড়ম্বনায় দীর্ঘ জট

আপডেট সময় : ০৭:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোঃ জাবেদ হোসেন:

জৈনপুর এক্সপ্রেস ও জৈনপুর পরিবহনে বিড়ম্বনা চাঁদপুরের বাবুরহাট-মতলব পেন্নাই সড়ক দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় বিড়ম্বনায় পোহাতে হচ্ছে সাধারণ পথচারীদের।

সরেজমিন গিয়ে দেখা যায়, চাঁদপুর-মতলব পেন্নাই সড়ক বাবুর হাটে রাস্তার দুই পাশে অবৈধ ভাবে জৈনপুর এক্সপ্রেস, জৈনপুর পরিবহন বাস গুলো দীর্ঘ সময় দাড় করিয়ে যাত্রী নেয়। এতে রুটের অংশ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তা আরেক অংশে অপেক্ষায় আছে যাত্রী নেওয়ার জন্য ৪০ থেকে ৫০ টি ইজিবাইক অটো। সড়কে দীর্ঘ লাইনে যানবাহন থাকায় ছোট বড় ধরণের যানবাহন চলাচলও ব্যহত হচ্ছে বিশেষ করে চাঁদপুর সদর হাসপাতাল থেকে ঢাকা রেফার করা রোগীদের অ্যাম্বুলেন্স যোগে ঢাকা নেওয়ার জন্য বাবুরহাটে আসতে দীর্ঘ সময় যানজট লেগে থাকে এর কারণে অনেক রোগীর অবস্থা খারাপ।

এদিকে পথচারী হাটা রাস্তা বন্ধ করে দিয়ে দুইটি বাসের টিকেট কাউন্টার বসিয়েছে। অন্য দিকে নির্ধারিত কোন বাস স্ট্যান্ড না থাকায় সন্ধ্যার পরে বাস গুলো মতলব পেন্নাই সড়ক ও কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশ দখল করে বাসা দাড় করিয়ে রাখে এতে করে রাতে বড় ধরণের দুর্ঘটনা হতে পারে। এই সড়কে কোন ট্রাফিক ব্যবস্থাও থাকলে ও তাদের কে ডিউটি করতে দেখা যায় বাবুর হাট তিন রাস্তার মোরে।

ঢাকা থেকে আসা ট্রাক চালক মফিজ খান বলেন, এই সড়ক কে প্রায়ই দেখি জৈনপুর বাস বাবুর হাট ও মুন্সী হাটে রাস্তা দাড় করিয়ে যাত্রী নেয় এতে করে যানজটের সৃষ্টি হয়।

এদিকে মুন্সীর হাট এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন দোকানদার বলেন, জৈনপুর এক্সপ্রেস ও জৈনপুর পরিবহন বাস গুলোর দীর্ঘ সময় রাস্তার পাশে দাঁড় করিয়ে যাত্রী নেয় এর কারণে অনেক সময় যানজট লেগেই থাকে। এর জন্য আমাদের চলাচল করতে অনেক সমস্যা হয় গত শনিবার ২৬ আগস্ট দুপুরে চাঁদপুর শহর থেকে একটি অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে ঢাকা যাওয়ার পথে মুন্সীর হাটে আসলে অনেক ক্ষন আটকা পরে থাকে।

জৈনপুর বাস ড্রাইভার না প্রকাশে অনিচ্ছুক বলেন, আমরা মালিকের কম্পানিতে কাজ করি যে ভাবে বলে ঠিল সেই নিয়ম অনুযায়ী কাজ করি এতে আমাদের কোন দোষ নেই।

এ বিষয়ে জৈনপুর পরিবহনের কর্মচারী কাউছার মাল জানায়, আমি দুপুর ১২ থেকে বিকেল ৪ টা পর্যন্ত এখানে ডিউটি করি আমাকে কাজ করলে কম্পানি বেতন দেয় না এর বেশী আমি কিছু বলতে পারবো না।

এ বিষয়ে জৈনপুর এক্সপ্রেস এর এমডি মো. কামাল এর মুঠোফোনে কল দিলে পরিচয় দেওয়ার পর ১০ মিনিট পরে কল দিবে বলে কল কেটে দেয়। এর পরে ৩০ মিনিট পর কল দিয়ে বলে আমাদের কোন স্ট্যান্ড না থাকার কারণে বাস রাস্তা দাড়িয়ে যাত্রী নেয় ও রাস্তা পাশে টেবিল বসিয়ে টিকেট কাটে আমি এগুলো কয়েদিন মধ্য সরিয়ে নিয়ে যাবো নিউজ করার কোন প্রয়োজন নেই আমি আপনাকে পরে কল দিব।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন