যশোর সংবাদদাতা:
কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রান্তিক মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছেন। এতে উপকৃত হচ্ছেন গ্রামাঞ্চলের জনগণের একটি বিশাল অংশ। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন বলে মন্তব্য করেছেন, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ডাঃ মোঃ নাসির উদ্দিন। তিনি গতকাল সোমবার যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়ন ও আজ পানিসারা ইউনিয়নের বিভিন্ন কমিউনিটি ক্লিনিক প্রদর্শনকালে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রশিদুল আলম, জাতীয় শ্রমিক লীগের উপজেলা কমিটির যুগ্ন-আহবায়ক মাহাবুর হাসান বরি, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুলফিকার আলী ভুট্টো, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলি, আওয়ামী লীগ নেতা হারুন-অর-রশিদ ও পানিসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন পিপুল, মেম্বার কবির হোসেনসহ দলীয় নেতা-কর্মী। তিনি ইউনিয়নের সব কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং ক্লিনিক পরিদর্শন চিকিৎসাসেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না