১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

কয়রায় আমন ধানের চারা রোপনে তোড়জোড়

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • / ৬৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোক্তার হোসেন, খুলন:

খুলনার কয়রায় উপজেলার কৃষকেরা আমন ধানের চারা রোপণ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন। গ্রামগুলোর অধিকাংশ জমিতে ধান রোপণের কাজ প্রায় ৯০ ভাগ শেষ। বাকি কাজ দ্রুত শেষ করার চেষ্টা করছেন কৃষকরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে ধানের বাম্পার ফলন হওয়ারও আশা করা হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি আমন মৌসুমে কয়রা উপজেলায় ১৫ হাজার ১০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ জন্য উৎসাহিত করতে সরকারিভাবে ১ হাজার ৬০০ কৃষককে পাঁচ কেজি করে বিভিন্ন প্রজাতির উচ্চ ফলনশীল ধানের বীজ, ইউরিয়া সার, টিএসপি, এমওপি, ডিএপি, জিপসাম দেওয়া হয়েছে।
কৃষক আলেক সানা বলেন, ‘আমন চাষের জন্য পাঁচ বিঘা জমি প্রস্তুত করেছিলাম। কিন্তু আবওহাওয়া অনুকূলে না থাকায় খুব দুশ্চিন্তায় ছিলাম। পরে বৃষ্টি শুরু হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছি। আশা করছি, গত বছরের চেয়ে এ বছর ধান ভালো হবে। দামও পাওয়া যাবে।’
আরেক কৃষক নুর মোহামমদ গাজী বলেন, ‘চলতি মৌসুমে আমি আড়াই বিঘা জমিতে আমন ধান চাষ করছি। পর্যাপ্ত বৃষ্টির পানি পাওয়ায় চাষাবাদে কোনো অসুবিধা হচ্ছে না। তবে প্রাকৃতিক দুর্যোগ না হলে ফলনও বেশ ভালো হওয়ার আশা করছি।’
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা অনুতব সরকার বলেন, ‘উপজেলা কৃষি বিভাগের নির্দেশনায় আমরা মাঠ পর্যায়ে আমন চারা রোপণে কৃষককে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি। আশা করছি, পরামর্শ অনুযায়ী কৃষক কাজ করলে ভালো ফসল ফলানো সম্ভব হবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আসীম কুমার দাশ বলেন, ‘আমন ধান রোপন উপযোগী সব জমিকে চাষের আওতায় আনতে কাজ করছি। উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ, সহায়তা দেওয়া হচ্ছে। বৃষ্টি হওয়ায় কৃষকরা বর্তমানে পুরোদমে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে রয়েছে। আশা করি, বোরোর মতোই আমনেরও বাম্পার ফলন হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

কয়রায় আমন ধানের চারা রোপনে তোড়জোড়

আপডেট সময় : ০৬:১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোক্তার হোসেন, খুলন:

খুলনার কয়রায় উপজেলার কৃষকেরা আমন ধানের চারা রোপণ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন। গ্রামগুলোর অধিকাংশ জমিতে ধান রোপণের কাজ প্রায় ৯০ ভাগ শেষ। বাকি কাজ দ্রুত শেষ করার চেষ্টা করছেন কৃষকরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে ধানের বাম্পার ফলন হওয়ারও আশা করা হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি আমন মৌসুমে কয়রা উপজেলায় ১৫ হাজার ১০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ জন্য উৎসাহিত করতে সরকারিভাবে ১ হাজার ৬০০ কৃষককে পাঁচ কেজি করে বিভিন্ন প্রজাতির উচ্চ ফলনশীল ধানের বীজ, ইউরিয়া সার, টিএসপি, এমওপি, ডিএপি, জিপসাম দেওয়া হয়েছে।
কৃষক আলেক সানা বলেন, ‘আমন চাষের জন্য পাঁচ বিঘা জমি প্রস্তুত করেছিলাম। কিন্তু আবওহাওয়া অনুকূলে না থাকায় খুব দুশ্চিন্তায় ছিলাম। পরে বৃষ্টি শুরু হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছি। আশা করছি, গত বছরের চেয়ে এ বছর ধান ভালো হবে। দামও পাওয়া যাবে।’
আরেক কৃষক নুর মোহামমদ গাজী বলেন, ‘চলতি মৌসুমে আমি আড়াই বিঘা জমিতে আমন ধান চাষ করছি। পর্যাপ্ত বৃষ্টির পানি পাওয়ায় চাষাবাদে কোনো অসুবিধা হচ্ছে না। তবে প্রাকৃতিক দুর্যোগ না হলে ফলনও বেশ ভালো হওয়ার আশা করছি।’
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা অনুতব সরকার বলেন, ‘উপজেলা কৃষি বিভাগের নির্দেশনায় আমরা মাঠ পর্যায়ে আমন চারা রোপণে কৃষককে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি। আশা করছি, পরামর্শ অনুযায়ী কৃষক কাজ করলে ভালো ফসল ফলানো সম্ভব হবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আসীম কুমার দাশ বলেন, ‘আমন ধান রোপন উপযোগী সব জমিকে চাষের আওতায় আনতে কাজ করছি। উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ, সহায়তা দেওয়া হচ্ছে। বৃষ্টি হওয়ায় কৃষকরা বর্তমানে পুরোদমে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে রয়েছে। আশা করি, বোরোর মতোই আমনেরও বাম্পার ফলন হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন