মোক্তার হোসেন, খুলনা:
খুলনার পাইকগাছার গজালিয়া গ্রামে এক গৃহবধূকে এসিড দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গজালিয়া গ্রামের মফিজুল সরদারের স্ত্রী শাহিনুর বেগমকে এসিড দিয়ে জ্বালিয়ে দেয়।
এলাকাবাসী সুত্রে জানা যায়, পূর্বের শত্রুতার জের ধরে গৃহবধূ শাহিনুর তার বাবার বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন। সে সময় লুকিয়ে থাকা ৭/৮ জন সন্ত্রাসী রাস্তা আটকে দেয় সন্ত্রাসীদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে শাহিনুর বেগম মাটিতে পড়ে যায় ঠিক সেই মুহূর্তে তার শরীরে এসিড নিক্ষেপ করে। এসিড তার পিঠে পড়ায় সমস্ত পিঠ ঝলসে যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না