দর্শনাস্থ কেরু কোম্পানীর উথলীতে আখরোপন পরিচ্ছন্ন আখ সরবরাহে চাষিদের উদ্বুদ্ধকরন
- আপডেট সময় : ০৮:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ৬৯
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরু কোম্পানীর জীবননগর সাবজোনের উথলী কেন্দ্রে ২৩-২৪ আখরোপন/মাড়াই মৌসুমে আখরোপন ও পরিস্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহে চাষি উদ্বুদ্ধ করনের লক্ষ্যে আখচাষি সভা অনুষ্ঠিত হয়েছে। বোরবার, ২৭ আগষ্ট বিকাল সাড়ে ৫ টায় অনুষ্টিত সন্তোষপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের রুমে এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আখচাষি ও উথলী ইউপি চেয়ারম্যান মো.আ.হান্নান।
প্রধান অতিথি উপস্থিত ছিলেন, কেরু এ্যাণ্ড কোম্পানি (বাংলাদেশ) লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন, এফসিএমএ।
এ সময় প্রধান অতিথি মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ভাল জাতের আখ চাষ ও পরবর্তীতে আখের সঠিক পরিচর্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূইঁয়া, ব্যবস্থাপক( সম্প্র.) মো.মাহবুবুর রহমান ও ব্যবস্থাপক (সিপি/ঋণ) মুহাম্মদ আবু তালহা।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সাবজোন প্রধান মো.জয়নাল আবেদীন, সংশ্লিষ্ট সিডিএ মো. হবিবর রহমান হবি,শফিকুল ইসলাম ভূইঁয়া ও সিআইসি রুহুল আমিন সহ প্রমূখ। সভায় উপস্থিত আখচাষি বৃন্দের মধ্যে আবিদ হোসেন, আ.রাজ্জাক, মিজানুর রহমান সহ অনেকেই আখের মূল্য বৃদ্ধির কারনে সন্তোষ প্রকাশ করেন এবং আসন্ন আখরোপন মৌসুমে আখচাষ বাড়ানোর আশ্বাস দেন।