চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে নির্মিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ স্মার্ট গ্যালারি পরিদর্শন করলেন টুরিস্ট পুলিশ প্রধান
- আপডেট সময় : ১২:১৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ৬৯
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে উদ্বোধনের অপেক্ষায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামক মহান মুক্তিযুদ্ধভিত্তিক স্মার্ট গ্যালারি পরিদর্শনে করলেন টুরিস্ট পুলিশ প্রধান। এসময় তাকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। গত শনিবার, ২৬আগষ্ট রাত সাড়ে ৯ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে নির্মিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ স্মার্ট গ্যালারি পরিদর্শন করেন টুরিস্ট পুলিশ প্রধান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, বিপিএম(বার), পিপিএম(বার), মোঃ হাবিবুর রহমান।
এসময় তাকে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,ড. কিসিঞ্জার চাকমা, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুর ইসলাম, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (চুয়াডাঙ্গা সদর সার্কেল) মোঃ আনিসুজ্জামান সহ জেলার পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।