বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের ১১০ কেজির অধিক তামার তারসহ চোরচক্রের ১ জন সদস্যকে আটক করেছে ৩ আনসার ব্যাটালিয়ন, রামপাল ক্যাম্পের সদস্যরা। শনিবার (২৬ আগষ্ট) বিকেল ৫টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের লেবার কলোনির এপিবিএল কোম্পানীর ১০ নাম্বার কক্ষে অভিযান চালিয়ে চোর চক্রের ওই সদস্যদের আটক করা হয়। আটক মোঃ মাহফুজ হাওলাদার (২৬) রামপাল উপজেলার পেরিখালী ইউনিয়নের সাত পুকুরিয়া গ্রামের লিয়াকত হালোদারের ছেলে।
আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেব নাথ শনিবার রাত সাড়ে ৭টার দিকে দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অধিনায়ক চন্দন দেব নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শনিবার সন্ধ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের লেবার কলোনির এপিবিএল কোম্পানী এলাকা থেকে বিপুল পরিমান তামার তার পাচার করা হবে। ওই সংবাদের ভিত্তিতে আনসার ব্যাটালিয়নের চৌকশ আভিযানিক একটি দল বিদ্যুৎ কেন্দ্রের লেবার কলোনির এপিবিএল কোম্পানীর ১০ নাম্বার কক্ষে অভিযান চালায়। এ সময় ১১০ কেজির অধিক পরিমানে আর্থিং কপার ক্যাবলসহ চোর চক্রের ওই সদস্যকে আটক করা হয়। জব্দ করা কপার ক্যাবলের আনুমাণিক বাজার মূল্য ১ লক্ষ ৬৫হাজার টাকা প্রায়।
তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক জব্দ করা মালামালসহ চোরদের রামপাল থানায় সোপর্দ করা ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য গত মে ২০২২ তারিখ থেকে এ পর্যন্ত ৫৯টির অধিক অভিযানে প্রায় ৭০ লক্ষ ৫০ হাজার ৮০০ টাকার চোরাই মালামাল ও ৫১ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না