১০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

” যুদ্ধ দেখি “

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • / ৫৮

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

” যুদ্ধ দেখি ”
রিপন গুণ
আমি ঘুমের ঘোরে যুদ্ধ দেখি !
ঘুমের নিদারুণ ছলনাতে-
ক্লান্ত চোখের পাতা বুজে আসে মুহূর্তে,
ঘুমের রাজ্যে জাগ্রত হয়, কতশত স্বপ্নের মায়াজাল।
বেজে ওঠে যুদ্ধের ঝংকার !
যুদ্ধ করি বাস্তবতা নামক পিশাচের সাথে,
হেঁটে চলি, জীবন সংগ্রামের দুর্গম পথ ধরে।
আমি ঘুমের ঘোরে যুদ্ধ দেখি !
ছুটে চলি, অলিগলি ফুটপাত
আর ব্যস্ত নগরের ফাঁকে,
মানবতার চিহ্ন হৃদয় মাঝে এঁকে।
দেখেছি কত কটু দৃষ্টি !
শুনেছি কত কটু কথা,
অবহেলার গ্লানি বুকে চেপে-
নীরবে ফেলেছি কত চোখের জল।

থেকেছি অনাহারে-অর্ধাহারে
তবুও !
হাত পেতে ভিক্ষা নেয়নি কখনো,
অভাগা আমি, জীবনের সাথে করেছি সংগ্রাম
অন্তরেতে গাঁথা ছিল, মানবতার জয় গান।
অনাদর অবহেলায় ছিলাম পড়ে রাস্তার ধারে
এক মুঠো ভাত দেয়নি কেউ আদর করে,
হার মানিনি কখনও জীবন সংগ্রামে –
টিকে ছিলাম, শুধুই মনের জোরে।
আজও আমি ঘুমের ঘোরে যুদ্ধ দেখি !
ফেলে আসা জীবনের স্বপ্ন বিলাস,
খোঁজে পাই অপূর্ণতার দোয়ারে তৃপ্তির আভাস,
শত-সহস্র কাঁটা মাড়িয়ে, বাধার দেয়াল পেরিয়ে-
আজ, গন্তব্যে পৌঁছে- পেয়েছি জীবনের মানে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

” যুদ্ধ দেখি “

আপডেট সময় : ০৬:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

” যুদ্ধ দেখি ”
রিপন গুণ
আমি ঘুমের ঘোরে যুদ্ধ দেখি !
ঘুমের নিদারুণ ছলনাতে-
ক্লান্ত চোখের পাতা বুজে আসে মুহূর্তে,
ঘুমের রাজ্যে জাগ্রত হয়, কতশত স্বপ্নের মায়াজাল।
বেজে ওঠে যুদ্ধের ঝংকার !
যুদ্ধ করি বাস্তবতা নামক পিশাচের সাথে,
হেঁটে চলি, জীবন সংগ্রামের দুর্গম পথ ধরে।
আমি ঘুমের ঘোরে যুদ্ধ দেখি !
ছুটে চলি, অলিগলি ফুটপাত
আর ব্যস্ত নগরের ফাঁকে,
মানবতার চিহ্ন হৃদয় মাঝে এঁকে।
দেখেছি কত কটু দৃষ্টি !
শুনেছি কত কটু কথা,
অবহেলার গ্লানি বুকে চেপে-
নীরবে ফেলেছি কত চোখের জল।

থেকেছি অনাহারে-অর্ধাহারে
তবুও !
হাত পেতে ভিক্ষা নেয়নি কখনো,
অভাগা আমি, জীবনের সাথে করেছি সংগ্রাম
অন্তরেতে গাঁথা ছিল, মানবতার জয় গান।
অনাদর অবহেলায় ছিলাম পড়ে রাস্তার ধারে
এক মুঠো ভাত দেয়নি কেউ আদর করে,
হার মানিনি কখনও জীবন সংগ্রামে –
টিকে ছিলাম, শুধুই মনের জোরে।
আজও আমি ঘুমের ঘোরে যুদ্ধ দেখি !
ফেলে আসা জীবনের স্বপ্ন বিলাস,
খোঁজে পাই অপূর্ণতার দোয়ারে তৃপ্তির আভাস,
শত-সহস্র কাঁটা মাড়িয়ে, বাধার দেয়াল পেরিয়ে-
আজ, গন্তব্যে পৌঁছে- পেয়েছি জীবনের মানে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন