বাগেরহাট প্রতিনিধি:
ঢাকা-মোংলা মহাসড়কে মটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে মটর সাইকেলের তিন আরোহি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) রাত ৯টার দিকে ঢাকা-মোংলা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন জনই স্থানীয় একটি মৎস্য ঘেরের কর্মচারি ছিলেন।
নিহতরা হলো-বাগেরহাটের রামপাল উপজেলার শংকর নগর গ্রামের বাসার হাওলাদারের ছেলে এনামুল (২৬), একই উপজেলার বেলাই গ্রামের মোতাচ্ছের হাওলাদারের ছেলে আরিফ(২৭) ও ফকিরহাট উপজেলার লখপুর এলাকার শুকুর শেখ এর ছেলে সাইদুল রহমান (২৫)।
বাগেরহাটের রামপাল থানার (ওসি) এ, এম আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত তিনজন রামপালের ফয়লা বাজার থেকে মটর সাইকেল যোগে বেলাই এলাকায় যাবার সময় অজ্ঞাত একটি ট্রাকের চাপায় এ ঘটনা ঘটে। পরবর্তিতে খবর পেয়ে ফকিরহাটের কাটাখালি হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালের প্রেরণ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না