১১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতায় : ওসি শাহ কামাল

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • / ৭৮

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার:

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা এলাকায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষে গিয়ে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ, আত্মহত্যা প্রবোনতা, কিশোর গ্যাং প্রতিরোধে এই সচেতনতামূলক সভা করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
মঙ্গলবার, ২২ আগষ্ট দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন বাজার এলাকায় অবস্থিত আফরোজ খান মডেল স্কুলে এ সভার আয়োজন করা হয়। এসময় শ্রেণীকক্ষে গিয়ে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ, আত্মহত্যা প্রবোনতা, কিশোর গ্যাং প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।
ওসির বক্তব্যে মুগ্ধ হয়ে সভায় মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে শপথ করেছেন স্কুলের সকল শ্রেণিতে অধ্যয়নরত প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী। সচেতনতামুলক শপথ পাঠদান করান কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ।
ওসি বলেন, মাদক, বাল্যবিয়ে, পালিয়ে বিয়ে করা, কিশোর গ্যাং, ইভটিজিং ইত্যাদি চলমান সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য তোমাদের সঙ্গে আজ কথা বলতে এসেছি। দিন দিন এসব সমস্যা সমাজে প্রকট আকার ধারণ করছে। সবাইকে বলছি, সবার আগে নিজের এবং পরিবারের ভালো বুঝতে হবে।
শাহ কামাল আকন্দ বলেন, সবাই আমার সঙ্গে শপথ করো, কখনো প্রেম করে পালিয়ে যাবে না, পরিবারকে কষ্ট দেবে না। ইভটিজিং, বাল্যবিয়ে, অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীদের পলায়ন সমাজে ব্যাধি হিসেবে জেনো রূপান্তরিত না হয়, এ কারণেই সবাইকে সচেতন হতে হবে।
সভা শেষে ওসি গণমাধ্যম কর্মীদের বলেন, আইনে বাল্যবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। যেকোনো মূল্যে এটি প্রতিহত করতে হবে। বাল্যবিবাহ একটি মেয়ের বড় হওয়ার পথে সব থেকে বড় বাধা। এছাড়া অপ্রাপ্ত বয়সে প্রেম করে বাড়ি থেকে পালিয়ে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়তে হয়।
এ বিষয়ে সবাইকে বোঝাতে হবে, লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর পরই মেয়েদের বিয়ে করা উচিত। তাই এমন সচেতনতামুলক ক্লাসের আয়োজন করা হয়েছে। এসময় তিনি আরও জানান, পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে এ ধরনের শপথের আয়োজন করা হবে। এ সভায় আফরোজ খান মডেল স্কুলের শিক্ষকবৃন্দসহ কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতায় : ওসি শাহ কামাল

আপডেট সময় : ০৯:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার:

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা এলাকায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষে গিয়ে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ, আত্মহত্যা প্রবোনতা, কিশোর গ্যাং প্রতিরোধে এই সচেতনতামূলক সভা করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
মঙ্গলবার, ২২ আগষ্ট দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন বাজার এলাকায় অবস্থিত আফরোজ খান মডেল স্কুলে এ সভার আয়োজন করা হয়। এসময় শ্রেণীকক্ষে গিয়ে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ, আত্মহত্যা প্রবোনতা, কিশোর গ্যাং প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।
ওসির বক্তব্যে মুগ্ধ হয়ে সভায় মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে শপথ করেছেন স্কুলের সকল শ্রেণিতে অধ্যয়নরত প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী। সচেতনতামুলক শপথ পাঠদান করান কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ।
ওসি বলেন, মাদক, বাল্যবিয়ে, পালিয়ে বিয়ে করা, কিশোর গ্যাং, ইভটিজিং ইত্যাদি চলমান সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য তোমাদের সঙ্গে আজ কথা বলতে এসেছি। দিন দিন এসব সমস্যা সমাজে প্রকট আকার ধারণ করছে। সবাইকে বলছি, সবার আগে নিজের এবং পরিবারের ভালো বুঝতে হবে।
শাহ কামাল আকন্দ বলেন, সবাই আমার সঙ্গে শপথ করো, কখনো প্রেম করে পালিয়ে যাবে না, পরিবারকে কষ্ট দেবে না। ইভটিজিং, বাল্যবিয়ে, অপ্রাপ্ত বয়স্ক কিশোর-কিশোরীদের পলায়ন সমাজে ব্যাধি হিসেবে জেনো রূপান্তরিত না হয়, এ কারণেই সবাইকে সচেতন হতে হবে।
সভা শেষে ওসি গণমাধ্যম কর্মীদের বলেন, আইনে বাল্যবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। যেকোনো মূল্যে এটি প্রতিহত করতে হবে। বাল্যবিবাহ একটি মেয়ের বড় হওয়ার পথে সব থেকে বড় বাধা। এছাড়া অপ্রাপ্ত বয়সে প্রেম করে বাড়ি থেকে পালিয়ে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়তে হয়।
এ বিষয়ে সবাইকে বোঝাতে হবে, লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর পরই মেয়েদের বিয়ে করা উচিত। তাই এমন সচেতনতামুলক ক্লাসের আয়োজন করা হয়েছে। এসময় তিনি আরও জানান, পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে এ ধরনের শপথের আয়োজন করা হবে। এ সভায় আফরোজ খান মডেল স্কুলের শিক্ষকবৃন্দসহ কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন