বরিশাল সংবাদদাতা:
বাকেরগঞ্জ উপজেলার ৫নং দূর্গাপাশা ইউনিয়নের ৫১নং পাটকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম নিয়ে উঠেছে নানা অভিযোগ।অভিভাবকরাও শিক্ষার্থীদের অন্য স্কুলে সরিয়ে নিচ্ছেন। এছাড়া বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শিরিন সুলতানা নিয়মিত স্কুলে না আসার কারণে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এভাবে মোট ১০২ জন শিক্ষার্থী নিয়ে চলছে পাটকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়। যেখানে বিদ্যালয়টিতে মোট শিক্ষকের সংখ্যা ৪ জন।
মঙ্গলবার (২২ আগস্ট) হতে উপজেলাজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সামযয়িক পরীক্ষা শুরু হলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে কোন দরখাস্ত না রেখে মুভমেন্ট খাতা না লিখে তিন দিনের ছুটি নিয়ে যায়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষাকা আমাদের কাছে কোন দরখাস্ত বা মুভমেন্ট খাতা রেখে যায়নি এ বিষয়ে আমরা কিছুই জানিনা। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষাকা শিরিন সুলতানা কাছে জানতে চাইলে তিনি বলেন টিও এটিও এর কাছে সব জেনে নেন।
বাকেরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ মোজাহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমাকে ফোনে জানিয়েছেন এবং ছুটির কোন লিখিত দরখাস্ত আমাকে দেয়নি। তবে স্কুলে নিয়মবহির্ভূত কোনো কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াহবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না