বিনোদন বক্স:
মনোয়ার হোসেন ডিপজল অভিনীত সিনেমা ‘ঘর ভাঙা সংসার’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১ সেপ্টেম্বর। মনতাজুর রহমান আকবর নির্মিত সিনেমাটিতে ডিপজলের বিপরীতে দেখা যাবে নায়িকা শিরিন শিলা ও আঁচল আঁখিকে।
আবহমান গ্রাম বাংলা ও শহরের মানুষের জীবনের কথাই উঠে আসবে ‘ঘর ভাঙা সংসার’র গল্পে। দৈনন্দিন জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে যে প্রেম, আত্মত্যাগ সেটিই তুলে ধরা হয়েছে এতে।
জানা গেছে, ইতোমধ্যেই সিনেমাটির হল বুকিংও শুরু হয়েছে। বিশেষ করে ঢাকার বাইরের হলগুলোতে সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য বুকিং এজেন্টরা ইতোমধ্যেই সবরকমের প্রস্তুতি নিয়েছে। সেই সঙ্গে সিনেমাটি সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে দিতে নানা উদ্যোগ নিয়েছে। ‘ঘর ভাঙা সংসার’ সিনেমার বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না