সুখী ও সমৃদ্ধশালী দেশ গঠনে পুনরায় নৌকা মার্কায় ভোট দিন : এমপি মিলন
- আপডেট সময় : ০৯:৪৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / ৭৮
বাগেরহাট প্রতিনিধি:
জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে ও আগষ্ট মাসের শোককে শক্তিতে রুপান্তর করে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ সোনার বাংলা গড়তে পুনরায় নৌকা মার্কায় ভোট চাইলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য, আমিরুল আলম মিলন। ২০ আগষ্ট রবিবার বেলা ১১ টায় সাউথখালী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত নব নির্বাচিত চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব এর দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানে এ কথা বলেন।
সাউথখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন খলিলের সভাপতিত্বে ও ইউপি সদস্য জামাল হোসেন জোমাদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরণখোলার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুব্রত কুমার সরদার।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু রাজ্জাক আকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, ইউপি সদস্য বাচ্চু মুন্সী, বিআরডিবি চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা জিয়াউল হাচান তেনজিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ।
প্রধান অতিথির ভাষনে আমিরুল আলম মিলন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। জাতির জনকের কন্যার অসীম সাহসিকতায় উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলের মত অনেক মেঘা প্রকল্প বাস্তবায়নাধীন। তাই উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।