সাঈদীর জন্য দোয়া চেয়ে দুমকিতে ছাত্রলীগ নেতা বহিষ্কার
- আপডেট সময় : ০৯:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
- / ৭২
মোঃ রানা সন্যামত বরিশাল:
পটুয়াখালীর দুমকিতে জামায়াত নেতা ও মানবতাবিরোধী মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর খবর শুনে তার রুহের মাগফেরাত কামনায় ফেসবুকে পোস্ট দেওয়ায় ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে জাহিদ খানকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম জীবন ও সাধারণ সম্পাদক সবুজ সিকদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, দুমকি উপজেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক মুরাদিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ খান সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপে লিপ্ত থাকায় সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো। সেই সঙ্গে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখা বরাবর সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.সবুজ শিকদার বলেন, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর খবরে এই ছাত্রলীগ নেতা তার নিজস্ব ফেসবুক আইডিতে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়ে পোস্ট করেন। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হচ্ছে। এছাড়াও ছাত্রলীগ মুজিব আদর্শ মেনে চলে, ছাত্রলীগে কোনো জামায়াত, বিএনপির ঠাঁই নেই।