ফকিরহাটে ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত, আহত-১
- আপডেট সময় : ০৯:৩৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
- / ৭১
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় নয়ন দে (২৮) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা সবুজ হোসেন গুরুত্বর আহত হয়। শুক্রবার (১৮ আগষ্ট) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নয়ন দে উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া গ্রামের গৌতম দে’র ছেলে। সে একটি বাস কাউন্টারে কর্মরত ছিলেন।
ফকিরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানায়, শুক্রবার (১৮ আগষ্ট) দুপুর দেড়টার দিকে নয়ন দে ও সবুজ হোসেন খুলনা থেকে মরটসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। লখপুর এলাকায় এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি মালবাহী ট্রাকের সাথে মটরসাইকেলের ধাক্কা লাগে। এতে দুজনই গুরুত্বর আহত হন। পুলিশ ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বিকেলে নয়ন দে মারা যান। তিনি আরো জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও সহযোগি পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।