১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

সুন্দর সকাল

রিপোর্টার
  • আপডেট সময় : ১০:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • / ৬৭

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কবি : নাদিয়া রিফাত

ভোর হতে শুনি মধুর আযান,
মধুর ধ্বনিতে করে যে আহ্বান।
আল্লাহর আহ্বানে সাড়া পেয়ে,
মুমীনরা নামাযে যায় দাড়িয়ে।
ডেকে উঠে ভোরের পাখি কাক।
আর শোনা যায় মোরগের ডাক।
পাখিরা ভোরে ডানা মেলে আকাশে
পূর্বদিকে মিষ্টি সূর্য মামা হাসে।
গাছের ডালে ডালে ডাকে পাখিরা,
মক্তবে যায় ছুটে ছোট্ট শিশুরা।
কুরআন তেলওয়াতের ধ্বনি,
মধুর লাগে এই সকাল খানি।
এমন একটি সুন্দর সকালের দেখা।
সবার ভাগ্যতে থাকে যেন লেখা।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

সুন্দর সকাল

আপডেট সময় : ১০:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কবি : নাদিয়া রিফাত

ভোর হতে শুনি মধুর আযান,
মধুর ধ্বনিতে করে যে আহ্বান।
আল্লাহর আহ্বানে সাড়া পেয়ে,
মুমীনরা নামাযে যায় দাড়িয়ে।
ডেকে উঠে ভোরের পাখি কাক।
আর শোনা যায় মোরগের ডাক।
পাখিরা ভোরে ডানা মেলে আকাশে
পূর্বদিকে মিষ্টি সূর্য মামা হাসে।
গাছের ডালে ডালে ডাকে পাখিরা,
মক্তবে যায় ছুটে ছোট্ট শিশুরা।
কুরআন তেলওয়াতের ধ্বনি,
মধুর লাগে এই সকাল খানি।
এমন একটি সুন্দর সকালের দেখা।
সবার ভাগ্যতে থাকে যেন লেখা।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন