তারাকান্দায় খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া
- আপডেট সময় : ০৮:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / ৭০
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। জানা গেছে, বিএনপি দেশব্যাপী কর্মীসুচির অংশ হিসেবে বুধবার, ১৬ আগষ্ট বিকেলে তারাকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে উত্তর বাজারস্থ রওজাতুল আতফাল নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল হেকিম মন্ডলের সভাপতিত্বে ও আব্দুস সালাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা আব্দুল মালেক, মোখলেছুর রহমান আকন্দ, আাসাদ মন্ডল, শাজেদুল করিম খোকন, আসাদুল হক মন্ডল, রাসেল মন্ডল, যুবদল নেতা আবুল কালাম আজাদ,আমিনুল ইসলাম, আজাহারুল,সেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, শ্রমিক দলের আহবায়ক পাভেল মন্ডল,ে স্বচ্ছাসেবক দলের সদস্য সচিব আমির হাসান স্বপন, ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির, জাসাস সভাপতি মাজেদুল হক ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ফাহিম প্রমূখ।