মোরেলগঞ্জ হাসপাতালে দীর্ঘ ১৪ বছর পর প্যাথলজি কার্যক্রম চালু
- আপডেট সময় : ১২:৪৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / ৯৭
এনায়েত করিম রাজিব:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে দীর্ঘ ১৪ বছর পর চালু হল প্যাথলজিক্যাল ল্যাবরেটরির কার্যক্রম। মঙ্গলবার বেলা ১২টার দিকে প্যাথলজি বিভাগের কার্যক্রম শুরু করা হয়।
প্রায় ১৪ বছর ধরে এ হাসপাতালটিতে প্যাথলজি সেবা বন্ধ ছিল। এতে হয়রানির শিকার হত হসপিটালে আসা সাধারন রোগীরা। অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কারণে এক্স-রে মেশিনটি এখনও চালু করা সম্ভব হয়নি। প্রায় এক যুগ ধরে মেশিন প্যাকেটজাত অবস্থায় পড়ে রয়েছে। এক্স-রে টেকনিশিয়ান বছরের পর বছর ধরে কর্মহীন অলস কাটাচ্ছেন। উন্নত মানের এক্স-রে মেশিনটি ব্যবহার না করার ফলে অকেজো হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় বলেন, প্যাথলজিস্ট না থাকায় হাসপাতালে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম বন্ধ ছিল। রোগীরা দ্রুত সেবা থেকে বঞ্চিত ছিল । আশা করি এখন আর সেই সব সমস্য থাকবে না। হসপিটালে এক্সরে মেশিন থাকার উপযুক্ত কক্ষ না থাকায় মেশিনটি এখনও চালু করা সম্ভব হয়নি এক্স-রে টেকনিশিয়ান বছরের পর বছর ধরে অলস সময় কাটাচ্ছেন। এভাবে মেশিনটি যদি পড়ে থাকে তাহলে নষ্ট হয়ে যেতে পারে বলে জানান তিনি।