লায়ন ডিস্ট্রিক্ট বাংলাদেশ কেবিনেটের অভিষেক অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / ৭৫
প্রতিদিনের নিউজ:
লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫বি১ বাংলাদেশ এর গভর্নর লায়ন মো. লুৎফর রহমান এমজেএফ ২০২৩-২০২৪ লায়ন বর্ষের কেবিনেট সদস্যগনের নাম ঘোষণা করেন। শনিবার, ১২ই আগষ্ট ঢাকা শেরাটন হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ এর উপদেষ্টা মনডলীর সন্মানিত সদস্য, এফবিসিসিআই এর সাবেক সভাপতি, ISAME Dhaka অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান, সদ্য প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ পিএমজেএফ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়নিজমের গর্ব, এমবাসেডর অব গুডউইল লায়ন্স ইন্টারন্যাশনাল, প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন শেখ কবির হোসেন পিএমজেএফ।
সম্মানিত অতিথি বিচারপতি মো: সেলিম,কাউন্সিল চেয়ারম্যান ইন্জিনিয়ার আব্দুল ওহাব পিএমজেএফ, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান একেএম রেজাউল হক এমজেএফ, প্রাক্তন ভাইস এরিয়া লিডার এলসিআইএফ, ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ এমজেএফ, সদ্য প্রাক্তন কাউন্সিল চেয়ারম্যান এস কে কামরুল, মাল্টিপল এলসিআইএফ কো-অর্ডিনেটর কাজী সাইফুল, স্পাউস অব আইডি এনডোরসি মৌলোদা নাজমুল, সদ্য প্রাক্তন জেলা গভর্ণর শরীফ আলী খান এমজেএফ, ডিজিস অনারারী কমিটির চেয়ারম্যান লায়ন বেনজির আহমেদ পিএমজেএফ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,সম্মানিত জেলা গভর্ণরবৃন্দ, দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ডিস্ট্রিক্ট ৩১৫এ১, বিচারপতি ড. মোঃ বশির উল্লাহ পিএমজেএফ ডিস্ট্রিক্ট ৩১৫এ২, ফারহানা বক্স ডিস্ট্রিক্ট ৩১৫এ৩,আহমেদুজজামান, ডিস্ট্রিক্ট ৩১৫বি২, ফারহানা নাজ এমজেএফ,ডিস্ট্রিক্ট ৩১৫বি৩।
সদ্য প্রাক্তন জেলা গভর্ণর এম এম এ বাশার, এবিএম আনোয়ারুল বাসেত, ভাইস গভর্নরগনের মধ্যে ইন্জিনিয়ার মো: সেলিম মিয়া, মোহাম্মদ হানিফ, মোঃ শামসুল আলম, আশরাফ এইচ খান হীরা, মো: শফিউল আলম, সাব্বির মোহাম্মদ সায়েম এবং দ্বিতীয় ভাইস গভর্নরগনের মধ্যে একেএম গোলাম ফারুক, শংকর কুমার রায় মনা, মো: বেলাল হোসেন এমজেএফ, ড. সারোয়ার জাহান জামিল, শাহাদাত হোসেন, মোসলেহ উদ্দিন আহমেদ অপু এমজেএফ, প্রাক্তন জেলা গভর্ণর ও ওঝঅগঊ উযধশধ এর ট্রেজারার সেলিম আহমেদ এমজেএফ, পিডিজি জালাল আহমেদ, পিডিজি আবদুল আজিজ এবং ডিস্ট্রিক্ট ৩১৫বি১ বাংলাদেশ এর প্রাক্তন জেলা গভর্নরগনের মধ্যে ইন্জিনিয়ার ইকবাল এইচ খান, নূরুল ইসলাম মোল্লাহ এমজেএফ, মোহাম্মদ ফারুক এমজেএফ, নিশাত পারভীন হক,আবদুল হামিদ, মিয়া মোহাম্মদ মুরাদুজ্জামান এমজেএফ,শফিকুল আযম ভুইয়া, মোস্তফা কামাল, কাজী একলাসুর রহমান, হেলেন আক্তার নাসরিন পিএমজেএফ, দেওয়ান নাসিরুল হক পিএমজেএফ, সাহেনা রহমান এমজেএফ উপস্থিত ছিলেন।
ইস্টলেশন কমিটির চেয়ারম্যান রফিকুল বারী মুক্তা, কো চেয়ারম্যান মশিঊর আহমেদ এবং ড, খন্দকার মাযহারুল আনোয়ার শাজাহান, সেক্রেটারী ইউসুফ সুহেল, ট্রেজারার মোহাম্মদ হাসেম, কেবিনেট সেক্রেটারী আশিকুজ্জামান চৌধুরী ইমন, কেবিনেট ট্রেজারার মোহাম্মদ আসাদুজ্জামান লিটু, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ইয়াসরিফ হাসান ইয়াস অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত ছিলেন। সিলেট, হবিগনজ, বিয়ানীবাজার এর উল্লেখ্য যোগ্য সংখক লায়ন নেতৃবৃন্দসহ লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫বি১ বাংলাদেশ এর বিভিন্ন অঞ্চলের তিন শতাধিক লায়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলার ২০২৩-২০২৪ এর গভর্নর কেবিনেট মেম্বারগনের মনোজ্ঞ অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিচারপতি মো: সেলিম ও ইউনিক গ্রুপের সম্মানিত ঢেয়ারম্যান মোহাম্মদ নূর আলী কে লায়ন পরিবারের সদস্য হিসাবে বরন করে নেয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অভিসিক্ত কেবিনেট নেতৃবৃন্দদের নিয়ে জেলা গভর্নর মো: লুৎফর রহমান এমজেএফ এর প্রথম কেবিনেট মিটিং অত্যন্ত সুশৃংখল ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।
বিশ্বের সর্বোবৃহৎ সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ১০৫ বছর যাবৎ বিশ্বের দুইশতাধিক দেশে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। বর্তমানে লায়ন্স ক্লাবসের ১৪ লক্ষ সদস্য সারা বিশ্বে চিকিৎসা সেবা, স্কুল কলেজ প্রতিষ্ঠা ও শিক্ষা সামগ্রী বিতরনসহ যেকোন প্রাকৃতিক দুর্যোগ এ ত্রাণ সামগ্রীর বিতরনে উল্লেখযোগ্য ভুমিকা পালন করছেন। এরই ধারাবাহিকতায় কেবিনেট মেম্বারগন মানব সেবায় আগামীদিনে সকলে একসাথে কাজ করে জেলা গভর্নর লায়ন মোঃ লুৎফর রহমান এমজেএফ এর কল” Greater fellowship, better service ” কে বাস্তবায়ন ও সার্থক করার প্রাত্যয় ব্যক্ত করেন। সবশেষে সকল লায়ন নেতৃবৃন্দে নৈশভোজ এ অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।