কবি: রিপন গুণ
আগস্ট আসে, "৩২"নম্বরের হিংস্র নরপশুদের নির্মমতায় মিশে
বঙ্গ শ্রেষ্ঠ মহাবীরের বজ্রকন্ঠের নীরবতা আবেশে ।
আগস্ট আসে, পিতার রক্ত আর বাঙালির অশ্রু প্লাবনে
রক্তের ঢেউ মিশে গেছে এসে, অথই শ্রাবণে ।
আগষ্ট আসে, শ্রাবণের জলে ভাসা স্বজন হারানো কান্নায়
১৫-ই আগস্টের রক্তের স্রোত বন্যায় ।
আগষ্ট আসে, জীবন যোদ্ধা বঙ্গজননী হারানোর শোকে
শিশু রাসেলের বাঁচার আর্তি ঘাতকের নিশানা থেকে ।
আগষ্ট আসে, নব বধূর মেহেদি রাঙা হাত রক্তে লাল হয়ে
কালো রাতের আর্তনাদ মিশে আছে, বাঙালির হৃদয়ে ।
আগষ্ট আসে, ১৫'র ঘাতকের বর্বরোচিত সেই কালো রাতে শতকোটি বাঙালির প্রাণ, পিতা তোমার শোকে কাঁদে ।
আগষ্ট আসে, স্বজন হারা কন্যার অশ্রুজলে ভেসে
শ্রদ্ধা জানাই পিতা তোমায় ভালবেসে ।
আগষ্ট আসে, উদাস বিকেল আর স্নিগ্ধ ভোর বিবর্ণ করে
রাতের সৌন্দর্য বিলীন করে, বৃষ্টিহীন ধুধু প্রান্তরে ।
আগষ্ট আসে, নরপশুদের দাম্ভিক উন্মত্ততায়
মেতেছিল নরপিশাচের দল, রক্তের হোলি খেলায় ।
প্রতি বছর আগস্ট আসে, আগষ্ট যায় চলে
বাঙালি থাকবো সবাই, পিতা তোমার আদর্শের ছায়াতলে ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না