এস মন্ডল, ফুলবাড়ী:
দিনাজপুরের ফুলবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীর পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী।মঙ্গবার সকাল সাড়ে ৭টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুর্ষ্পাপন ও শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর-৫ আসনের এমপি সাবেক মন্ত্রী বর্তমান প্রাথমিক গনশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এদিকে উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুর্ষ্পাপন ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমার মিল্টনের নেতৃত্বে উপজেলা পরিষদ,উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল এর নেতৃত্বে উপজেলা প্রশাসন,ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র হারান দত্তর নেতৃত্বে ফুলবাড়ী পৌরসভা,ফুলবাড়ী থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসাইন ও ওসি মোঃ মোস্তাফিজার রহমান এর নেতৃত্বে পুলিশ ফোর্স,ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোঃ মেহেদি হাসানের নেতৃত্বে ফায়ার সার্ভিস,ফুলবাড়ী রিপোর্টাস ইউনিটিসহ ,বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুর্ষ্পাপন করেন।
এছাড়া সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও তার কর্মময় জিবনের উপর আলোচনাসভা ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মোঃ ফরহাদ হোসাইন,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসার উদ্দিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এনামুল হক প্রমূখ।
অপরদিকে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের উদ্যোগে উপজেলা কার্যালয়ে কোরআন খতম,দোয়া,গরীব দুখি মানুষের মাঝে খাবার বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা সেচ্ছা সেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দিনাজপুর-৫ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি মোঃ জাকারিয়া জাকির। আলোচনাসভা শেষে সেচ্চাসেবকলীগের সহযোগী সংগঠনের অংশগ্রহনে বিশাল একটি শোক র্যলী বের করা হয়। র্যালীটি পৌরশহরের প্রধান প্রাধান সড়ক অতিক্রম করে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না