বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্সে গাঁজা বহনের দায়ে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়ে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার রাত ১১টার দিকে মোরেলগঞ্জের পূর্ব সরালিয়া এলাকা থেকে এদেরকে আটক করা হয়।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, অ্যাম্বুলেন্সের মালিক তথা চালক পিরোজপুরের শিয়ালকাঠি গ্রামের মো. রাজু শেখ (৩০) ও তার হেলপার সাতক্ষীরার গাবুরা গ্রামের রাহাত হোসেন পারভেজ(১৭)।
থানার ওসি মো.সাইদুর রহমান জানান, একটি অ্যাম্বুলেন্স খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিয়ে তেতুলবাবাড়িয়া গ্রামে নামিয়ে গাঁজা পৌঁছে দেওয়ার জন্য অপেক্ষা করছিল পূর্ব সরালিয়া এলাকায়। এমন গোপন সংবাদের ভিত্তিতে অ্যাম্বুলেন্সটি তল্লাসি করে ১ কেজি গাঁজা পাওয়া যায়। পুলিশ এ ঘটনায় দুটি মোবাইল ফোন, ২ হাজার টাকা ও অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না