ষ্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ সদরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০আগষ্ট) বেলা ১১ টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে আমার চোখে বঙ্গবন্ধু বিষয়ে ১মিনিট ব্যাপী ভিডিও চিত্র তৈরিতে বিজয়ী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব ডিভাইস বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা সংস্কৃতিসহ সকল বিভাগের উন্নয়ন কর্মকাণ্ড তুলে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন।
আলোচনা শেষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম যৌথভাবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হাতে ওই ডিভাইসগুলো তুলে দেন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন,উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন,মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূইয়া,ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান, পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকারসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না