মোঃ রানা সেরনিয়াবাত:
ঝালকাঠির নলছিটিতে একটি ট্রলি উল্টে চালকের সহযোগী (হেলপার) সালাহউদ্দিন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১১ টার দিকে কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। নলছিটি থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কিশোর সালাউদ্দিন পৌর শহরের গৌরিপাশা এলাকার আফতার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। এ সময় হেলপার সালাউদ্দিন নিচে চাপা পড়লে তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি গণকণ্ঠকে বলেন, বর্তমানে সালাউদ্দিনের মরাদেহ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না