আঃ আলিম:
ঠাকুরগাঁও জেলায় ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) আরও ৭৫১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন জমি ও নতুন ঘর। বুধবার, ৯আগষ্ট সকালে বিডি হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে মোট ২২ হাজার ১০১ টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামানসহ অন্যান্যরা।
সারা দেশের মধ্যে ঠাকুরগাঁওয়ে ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) ভূমিহীন, গৃহহীন, ছিন্নমুল, অসহায়, দরিদ্র শ্রেণির মোট ৭৫১ ভূমিহীন ২ শতক করে জমি ও ১টি করে ২রুম বিশিষ্ট গৃহ পাচ্ছেন। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ৫৫০টির মধ্যে উদ্বোধন হয়েছে ৩৪৩টি, পীরগঞ্জ উপজেলায় ৩৫৩ টির মধ্যে ১৯৮টি ও রাণীশংকৈল উপজেলায় ৩৭০টির মধ্যে উদ্বোধন করা হয়েছে ২১০টি গৃহ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না