প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমজম ওয়াশিং ও ফেয়ার ইউনাইটেড কেমিক্যালস নামক দুইটি শিল্প প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় দু’টি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং একটি হাই পাওয়ার কম্প্রেসার, ৩টি ডায়া ও ১৫০০ স্কয়ার ফিট গ্যাস পাইপ জব্দ করা হয়। মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুর সাড়ে ১২ থেকে বিকাল ৪ টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপনণ অফিসের সার্বিক সহযোগিতায় এ অভিযানটি পরিচালিত হয়। এসময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
ফ্যাক্টরীগলো হলো, মিজমিজি বাতেনপাড়া ক্যানেলপাড় এলাকার অরুনের মালিকানাধীন ফেয়ার ইউনাইটেড কেমিক্যালস নামক কয়েল কারখানা এবং একই এলাকার তাজুল ইসলাম ইালিয়াছ মালিকানাধীন জমজম ওয়াশিং কারখানা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান জানায়, অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করার অভিযোগে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতেনপাড়া এলাকার জমজম ওয়াশিং ও ফেয়ার ইউনাইটেড কেমিক্যালস নামক দু’টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে সর্বমোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় দু’টি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং একটি কম্প্রেসার ও ১৫০০ স্কয়ার গ্যাস পাইপ জব্দ করা হয়।
তিতাস গ্যাস নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপনণ অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মামুদ মো: ইমরান জানান, প্রতিকূল আবহাওয়ায় বৃষ্টির মধ্যেও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না