বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়ায় বসত ঘরের বাথরুমর দরজার সামনে গলায় ওড়না প্যাচিয়ে আত্মহত্যা করেছে তানিয়া (২৪) নামের এক গৃহবধূ। মঙ্গলবার (৮ আগষ্ট) ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত তানিয়া উপজেলার টেংরাখালী গ্রামের মন্টু হাজরার মেয়ে ও একই গ্রামের সুজন শেখের স্ত্রী ছিলেন। তানিয়া বাবার বাড়ি বসে আত্মহত্যা করে। এসময় স্বামী সুজন শেখ স্বশুর বাড়ীতে ছিল।
কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বামীর সুজন শেখ জানায়, ভোর ৪ টার দিকে স্বামীকে জানিয়ে গোসল করতে যায় তানিয়া। পরে আনুমানিক সকাল ৬ টার দিকে নিহত তানিয়ার বাবা কাজে যাওয়ার সময় তানিয়ার ঘরের সামনে এসে তার নাম ধরে ডাকতে থাকে। ঘরের মধ্যে থেকে নিহতের স্বামী জানায় তানিয়া বাথরুমে গেছে। তার পিতা বাথরুমে খুঁজতে গিয়ে দেখে তাঁর মেয়ে বাথরুমের দরজার সামনে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে ভিকটিমের লাশ ওড়না কেটে নিচে নামায়। কচুয়া থানা এসআই সুমন কুমার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না