দূর্গাপাশা নদীভাঙ্গন প্রতিরোধের কাজে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধ
- আপডেট সময় : ১০:৩৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / ৭৩
মোঃ রানা সন্যামত বরিশাল ব্যুরো:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৫নং দূর্গাপাশা ইউনিয়নের কয়েকটি গ্রাম নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ২০২২ সালে মেগা প্রকল্পের কয়েকটি প্রজেক্টের আওতায় নদী ভাঙ্গন প্রতিরোধের কাজ শুরু হয়। কাজের দুর্নীতি ও অনিয়ম দেখে এলাকার সাধারণ জনগণ দুর্গাপাশা ইউনিয়নের চেয়ারম্যান হানিফ তালুকদার দুর্নীতির বিষয়ে প্রতিবাদ করলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জোকসাজশে ইউনিয়নের সাবকন্টাকে নেওয়া একটি কুচক্রী মহলের ধারা মামলা হামলায় শিকার হয়েছিলেন আজ নদী ভাঙ্গন প্রতিরোধ প্রকল্পে দুর্নীতি ও অনিয়ম হয়েছে সেটা প্রমাণিত হয়েছে। ইউনিয়নের লক্ষ্মীবর্ধন ঘোষকাঠী এলাকায় ৮,৯ নং ওয়ার্ডের জিওব্যাগ ও ব্লকগে দুর্নীতি ও অনিয়ম হওয়ার কারণে ৪০ থেকে ৫০ শতাংশ জমি নিয়ে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। নতুন করে ভাঙ্গনের প্রতিবাদে দুর্গাপাশা ইউনিয়নবাসী মানববন্ধন করেছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, দুর্গাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সফল চেয়ারম্যান হানিফ তালুকদার, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য বাবর মিয়া, সার্জেন্ট ( অবঃ) আল মামুন সন্যামত, মোঃ রমজান মেম্বার, সঞ্জয় মেম্বার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।কয়েকটি প্রকল্পের আওতায় সাতশো ১২ কোটি টাকার বরাদ্দ হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান এলাকার কিছু প্রভাবশালী নেতাদের দিয়ে দূর্গাপাশা ইউনিয়নের নদী ভাঙ্গন প্রতিরোধ-৭,৮,৯-তিনটি প্রকল্পের আওতায় ৮,৯ নং ওয়ার্ডের জিওব্যাগে বালু ভরাডের তৎকালীন সময় অনিয়মের অভিযোগ উঠেছিল। অনিয়ম থাকার কারণে পুনরায় ভাঙ্গন শুরু হয়েছে।এলাকার সাধারণ জনগণের প্রাণের দাবি পূর্ণ সংস্কার করার জন্য পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন।