কবিতাঃ
নয় রঙিন ঐ ছবিটা
কবি: রৌনকা আফরুজ সরকার
ছবির সাথে যদি বলো কথা
পাবে তুমি অনেক ব্যাথা,
এখানে ডুবন্ত ভোরের রবিটা,
প্রিয় নয় রঙিন ঐ ছবিটা
ভালোবাস মোর কবিতা।
করলে পাওয়ার আশা
চাইলে মধুর ভালোবাসা,
অস্হির হবে শুধু জীবনটা,
প্রিয় নয় রঙিন ঐ ছবিটা
ভালোবাস মোর কবিতা।
মন্দলোকে যাচে মন্দ
ভুলে কবিতা হারাবে ছন্দ,
বদলে যাবে পৃথিবীটা,
প্রিয় নয় রঙিন ঐ ছবিটা
ভালোবাস মোর কবিতা।
যে ছবিতে বারোমাসই হয় অগ্নোৎপাত
হাত বাড়ালেই জীবন কপোকাত,
বেড়ে যাবে পৃথিবীতে দ্বন্দ্বটা,
প্রিয় নয় রঙিন ঐ ছবিটা
ভালোবাস মোর কবিতা।
মোর ছবিতে লেখা আছে যে গান
কখনও জুড়ায়না কারো প্রাণ,
শুধু জ্বলে যায় জীবনের ফাগুনটা,
প্রিয় নয় রঙিন ঐ ছবিটা
ভালোবাস মোর কবিতা।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না