সাইদুর রহমান আপন:
বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে ৫ জুলাই শনিবার বিকেলে শহীদ স্মৃতি স্টেডিয়ামে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে নৃগোষ্ঠী একাদশ ও শেরপুর সদর উপজেলা একাদশ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মুক্তাদিরুল আহামেদ, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আঁধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শেরপুরের ফুটবল প্রেমিক দর্শক, সুশীল সমাজ, পুলিশ প্রশাসন ও বিভিন্ন মিডিয়া সাংবাদিক গণ। খেলায় শেরপুর সদর উপজেলা একাদশ, নৃগোষ্ঠী একাদশকে ৩-০ গোলে হারিয়ে জয়ী লাভ করেন ।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না