চাঁদপুরে ডিবি পুলিশের অিভিযানে মাদকসহ আটক-১
- আপডেট সময় : ০৬:০২:০১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / ৬১
মোঃ জাবেদ হোসেন:
চাঁদপুর ডিবি পুলিশের বিষেশ অভিযানে বিপুল পরিমান মাদকসহ ১জনকে আটক করা হয়েছে। শুক্রবার, ৪ আগস্ট সকালের সময় জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এনামুল চৌধুরী এর নির্দেশনায় এসআই/কামরুল হাসান কায়কোবাদ সঙ্গীয়ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
চাঁদপুর জেলার সদর মডেল থানাধীন ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজারস্থ অহিদ গাজী মার্কেটের সামনে কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক সড়কের উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ আতিকুর রহমান দীপু (৪২), পিতা-মৃত হাবিবুর রহমান, মাতা-মৃত গুলেনুর বেগম, সাং-সফর মালী, দক্ষিণ কল্যানদী, বসু মিজি বাড়ী, থানা-সদর, জেলা-চাঁদপুর, বর্তমানে-কুতুব আইল, কাঠেরপুল, শেখ ম্যানসন, নীচতলা, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জকে ৫০০ বোতল ফেন্সিডিল, ১৮০ বোতল ঊঝশঁভ মাদকদ্রব্য ও একটি মাইক্রোবাসসহ আসামী মোঃ আতিকুর রহমান দীপু (৪২) কে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।