মোরেলগঞ্জে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ১২:৪৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / ১২০
এনায়েত করিম রাজিব:
সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার(০৫ আগষ্ট) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা স্মৃতিচারণ সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আব্দুল মালেক,ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, বিভিন্ন সরকারি/বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পৌর প্রেস ক্লাবের সভাপতি শাহ-আলম তালুকদার , সাধারণ সম্পাদক এনায়েত করিম রাজিব, সাংবাদিক সাগর তালুকদার রনি প্রমুখ ।এসময় বক্তারা শেখ কামালের জীবনের বিভিন্ন দিক তুলেধরে আলোচনা এবং স্মৃতিচারণ করেন।