রিপন কান্তি গুণ:
নেত্রকোনা শহরের কোর্ট স্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে চকপাড়া কোর্ট স্টেশনে ওই ব্যক্তির মৃত্যু হয়।
মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনটি স্টেশন ছাড়ার আগে ঘটনাস্থলের কাছে অনেকেই ওই অজ্ঞাত পরিচয় বৃদ্ধকে একটি গাছে নিচে বসে থাকতে দেখেছেন। ঢাকা থেকে ছেড়ে আসা কমিউনিটার ট্রেনটি পৌনে ৩টার দিকে কোর্টস্টেশন থেকে মোহনগঞ্জের দিকে ছেড়ে যায়।
ট্রেনটি চলে যাওয়ার পরে স্থানীয়রা অজ্ঞাত পরিচয় বৃদ্ধ লোকটির বাম হাত কাটা অংশটি একস্থানে এবং এর আনুমানিক ১৫ গজ পূর্বদিকে পেট থেকে নিচের অংশ ও আরও ১০ গজ পূর্ব দিকে পেট থেকে মাথার অংশটি পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের ধারণা বৃদ্ধ লোকটি ইচ্ছাকৃতভাবে ট্রেনের নিচে ঝাপ দিয়েছেন।
স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার থেকেই স্টেশনের আশপাশ এলাকায় তাকে লুঙ্গি পরা অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা গেছে।
নেত্রকোনা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রায়হান আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না