মোজাম্মেল হক লিটন:
নোয়াখালী জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের আয়োজনে ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা শেষ হয়েছে। এ মেলায় বিভিন্ন প্রজাতির প্রায় ১৪ হাজার ফলদ, ভেষজ ও বনজ গাছের চারা বিক্রি হয়েছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ১৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে মেলার সমাপনি অনুষ্ঠানে তিনটি নার্সারিকে শ্রেষ্ঠত্বের পুরস্কার দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ফারুক নার্সারি, গুরু দয়াল নার্সারি এবং সালমা নার্সারি।
উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞার সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
এছাড়াও বিভিন্ন রেঞ্জ থেকে আগত রেঞ্জ অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা গণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর সহকারী বন সংরক্ষক (এসিএফ) কাজী তারিকুর রহমান।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সদর রেঞ্জ অফিসার এএসএম মহি উদ্দিন চৌধুরী। পরে মাইজদী এসএফএনটিসির ২০ জন উপকারভোগী মাঝে ৩১ হাজার ২৯৮ টাকার লভ্যাংশের চেক বিতরণ করা হয়।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না