নেত্রকোনায় সংখ্যালঘুর জায়গা দখলের অভিযোগ
- আপডেট সময় : ০৬:১৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
- / ৮২
নেত্রকোনা সংবাদদাতাঃ
নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা উপজেলায় সনাতন ধর্মালম্বী বাংলাদেশের ভাষায় যাকে বলা হয় (সংখ্যালঘু) চয়ন কান্তি ঘোষ নামের এক ব্যক্তির জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ওঠেছে মো. সাদেক আলীর বিরুদ্ধে। শনিবার (১৯ নভেম্বর) উপজেলার কৈলাটী ইউনিয়নের কৈলাটী গ্রামে এ ঘটনা ঘটে। চয়ন কান্তি ষোঘ ওই এলাকার মৃত ধীরেন্দ্র চন্দ্র ঘোষের ছেলে। অভিযুক্ত মো.সাদেক আলী চয়ন ঘোষের বাড়ির কেয়ারটেকারের দ্বায়িত্বে ছিলেন।এ ঘটনায় চয়ন কান্তি ঘোষ বাদী হয়ে মো. সাদেক আলীসহ চারজনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। দখলকৃত জায়গার কাগজপত্র আছে কিনা জানতে চাইলে সাদেক আলীর ছোট ভাই সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা ওই সরকারি জায়গায় বসবাস করছি। সরকারের প্রয়োজনে আমরা জায়গা ছেড়ে দেব। চয়ন কান্তি ঘোষ অযথা আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।ভুক্তভোগী চয়ন কান্তি ঘোষ বলেন, দীর্ঘদিন ধরে সাদেক আলী আমার বাড়ির কেয়ারটেকারের দ্বায়িত্বে ছিল। সে খুব নম্র ও ভদ্র স্বভাবের ছিল। কে বা কাদের উষ্কানিতে সে, এমন কাজ করার সাহস পেল তা বুঝতে পারলাম না। আমি এমন কাজের সুষ্ঠ বিচার দাবি করছি।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, ভুক্তভোগী চয়ন কান্তি ঘোষ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে। তদন্ত সাপেক্ষে সমস্ত ঘটনা বলতে পারব।