মোঃ রানা সেরনিয়াবাত, বরিশাল:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ডাকাত হাকিম জোমাদ্দার (৪৫) কে ডাকাতি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক থাকার পরে গতকাল কৌশলে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার, ১আগস্ট রাত সাড়ে ১১টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডাকাত সরদার হাকিম বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মৃত ইউসুফ আলী জোমাদ্দারের ছেলে।
জানা যায়, হাকিম ডাকাতের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় ২০১৩ সালে একটি ডাকাতি মামলা হয়। ওই মামলায় বিজ্ঞ আদালত হাকিম ডাকাতকে সাত বছরের কারাদণ্ড দেন।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, দীর্ঘদিন পালাতক থাকার পরে অনেক কৌশলে গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ডাকাত হাকিমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন থানায় সাতটি ডাকাতি ও দুই অস্ত্র মামলাসহ বিশেষ অইনে (জাল টাকার) আরো একটি মামলা রয়েছে। দীর্ঘদিন পালাতক থাকার পরে ১ই আগষ্ট তাকে গ্রেফতার করে বুধবার, ২ আগস্ট সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না