মোঃ রানা সেরনিয়াবাত, বরিশাল:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৬ নং ফরিদপুর ইউনিয়নের রঘুনদ্দি গ্রাম থেকে কিছুদিন আগে অনেক গরু চুরি হয়ে যায়। তাই এলাকার জনস্বার্থে ফরিদপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মীর মোহাম্মদ মহসিন এর নেতৃত্বে এলাকায় জন সচেতন মূলক আলোচনা করা হয়। কিছুদিন ধরে এলাকায় গরু চোরের বিষয় সাধারণ জনগণ পাহারা দিয়ে থাকে।
গত ২৭-০৭-২৩ জনতার বাজারে মোকলেসের বাড়িতে গোপন ভাবে পাঁচটি গরু রাখা আছে এলাকার লোকজন সন্দেহ করে সাবেক চেয়ারম্যান মীর মহাসিন কে বিষয়টি জানালে তিনি বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করলেন তিনি কাকরধা ক্যাম্পের ইনচার্জকে ঘটনাস্থলে গিয়ে গরুসহ চোরকে ক্যাম্পে নিয়ে আসতে বলে। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন দশমিনা থেকে গরু আমাদেরকে দিয়ে গেছে আমাদের কাছে গরুর কোন রশিদ নেই এবং কার কাছ থেকে গরু ক্রয় করেছে সে প্রমাণ ও দিতে পারেনি গরু চোর চক্রের সদস্য বশির হাওলাদার।
পুলিশ সূত্রে জানা যায়,মোকলেসের বাড়ি থেকে পাঁচটি গরুসহ বশির হাওলাদার(৪২) পিতা মোঃ আদম আলী হাওলাদার ছেলে গ্রাম খোদাবক্সকাঠী ৭নং কবাই ইউনিয়ন এক চোর চক্রের সদস্যকে আটক করেছে কাকরধা ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে কাকরধা ক্যাম্পে নিয়ে আসে বশিরের স্বীকারোক্তি ও গোপন সূত্রে জানা যায়, বশিরের নিকটতম আত্মীয় জামাল ও মোকলেসের ভগ্নিপতি মোঃ কালাম মেম্বার পিতা মোসলেম হাওলাদার ৫নং ওয়ার্ড ৫নং দুর্গাপাশ ইউনিয়ন বশির কাছ থেকে গরু নিয়ে বিক্রি করে থাকি। সরজমিনে গিয়ে জানা যায় দশমিনা থেকে রাতের অন্ধকারে ট্রলার যোগে রাত আনুমানিক ১১ টার দিকে বাকেরগঞ্জ থানার ফরিদপুর ইউনিয়নের জনতা বাজারে মোকলেসের বাড়িতে গরু নিয়ে আসে। আরো জানা যায় চোর চক্রের সদস্যরা অনেকদিন ধরে মুখলেসের বাড়িতে চোরাই গরু রেখে বিক্রয় করে।
এ বিষয়ে জানার জন্য বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মাকসুদুর রহমানকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। বাকেরগঞ্জ থানার সার্কেল এসপিকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমাকে ফোনে চেয়ারম্যান জানিয়েছে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।গরু চোরের বিষয়ে জানতে চাইলে কাকরধা ক্যাম্পের ইনচার্জ তিনি বলেন, গরু চোরের বিষয় থানায় মামলা হয়েছে এবং কোর্টে প্রেরণ করা হয় করা মামলানং-২১৭/২৩ বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না