বাগেরহাটে আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নার উদ্বোধন
- আপডেট সময় : ০৭:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
- / ৭০
এনায়েত করিম রাজিব:
বাগেরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘স্মার্ট কর্নার’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯জুলাই) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার (সাবেক মন্ত্রী পরিষদ সচিব) এ স্মার্ট কর্নার’ উদ্বোধন করেছেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযুদ্ধ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট ৪ আসনের এমপি অ্যাডভোকেট আমিরুল আলম মিলনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার বলেন, নির্বাচন পরিচালনা কমিটির নেয়া ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক জেলা অফিসগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাগেরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘স্মার্ট কর্নার’ এর উদ্বোধন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলীয় নেতাকর্মীদের তথ্য-প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।