মোঃ রানা সেরনিয়াবাত, বরিশাল:
পটুয়াখালীর বাউফলে উপজেলার কেশবপুর ইউনিয়নের ডিগ্রী কলেজের বাউন্ডারির ভিতরে পূর্ব পাশে টিনের ঘরের একটি কক্ষে অভিযান চালিয়ে একটি পাইপগান ও বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ আনিসুর রহমান নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ।
শুক্রবার (২৯জুলাই) গভীর রাতে এই অভিয্ন পরিচালনা করা হয়
গোপন সংবাদের ভিত্তিতে বাউফলের দায়িত্বরত সার্কেল এসপি ও বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিচুল হকের নেতৃত্বে কেশবপুর ডিগ্রী কলেজের একটি কক্ষে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পাইপগান,একটি খেলনা পিস্তল, রামদা,চাইনিজ কুড়াল, ছুড়িসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ আনিসুর রহমান (৪৮) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে।
আনিসুর রহমান কেশবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত মোফাজ্জল হোসেন তালুকদারের পুত্র।
এ ব্যাপারে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিচুল হক বলেন, অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা বিদ্যমান রয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না