বাগেরহাট জেলা যুবদলের ৪ নেতা আটকের নিন্দা ও প্রতিবাদ
- আপডেট সময় : ০৭:১৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ৬৫
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলা জাতীয়তাবাদী যুবদলের চার নেতা আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা যুবদলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৭ জুলাই) জেলা যুবদলের সাধারন সম্পাদক মো: সুজন মোল্লা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান তারা। আটককৃত নেতারা হলেন, জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর, শেখ নুরুজ্জামান আল মাসুম, সদস্য শেখ আবুল হাসান, মোরেলগঞ্জ পৌর যুবদলেরর সিনিয়ার যুগ্ম আহবায়ক মো: আব্বাস মুন্সি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা ও গায়েবী মামলা দায়ের করেছে সরকার। তেমনি পৃথক পৃথক মিথ্যা ও গায়েবি মামলায় যুবদল মো: জাহাঙ্গীর, শেখ মোঃ মাসুম, আবুল হাসান, মো: আব্বাস মুন্সিসহ ছাত্রদলের নেতা গোলাম রসুল তরফদার নেওয়াজ এই চার নেতাকে আটক করে কারাগারে পাঠিয়েছে।
জেলা যুবদলের পক্ষ থেকে বলেন, যুবদলের আটকের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।