বগুড়ায় গোল্ড কাপ টুর্নামেন্ট বাছাই পর্ব অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
- / ৬৫
বগুড়া সংবাদদাতাঃ
বগুড়া সদরের আশোকোলা খেলাঘর কর্তৃক আয়োজিত মরহুর মনির চেয়ারম্যান স্মৃতি স্মরণে “গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট – ২২” এর তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।বিশিষ্ট ব্যাবসায়ী আলম সরকারের সভাপতিত্ব, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এরুলিয়া ইউনিয়ন পরিষদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মোস্তফা জিলাদার।
এ সময় উপস্থিত ছিলেন, খেলাঘর এর আহ্বায়ক এএসএম জাফরুল ইসলাম রনি, সৌদি প্রবাসী নয়ন, সোহানুর রহমান সুজন। খেলাঘর এর আহব্বায়ক এএসএম জাফরুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম, আব্দুল মোত্তালেব, মোঃ বাদল মিঞা, সুমন হোসেন। খেলায় আশোকোলা রয়্যালস ০২/০১ গোলে এডিএম এফসি কে পরাজিত করে তৃতীয় স্থান নিশ্চিত করেন। খেলা পরিচালনা করেন সামিউল ইসলাম বাহানুর, ফারুক হোসেন ও সাগর প্রামাণিক।