বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার পূর্ব মাতা এলাকায় নানার বিরুদ্ধে নাতিকে ধর্ষনের অভিযোগে নানা আবুল হোসেন মৃধা কে গ্রেফতার করে শরণখোলা থানা পুলিশ।
বুধবার (২৫ জুলায় রাতে শরণখোলা থানায় ভুক্তভোগীর খালা রেনু বেগম (৫৭) বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ এর ১ ধারায় মামলা দায়ের করলে এ ঘটনায় পুলিশ অভিযানা চালিয়ে মোঃ আবুল হোসেন মৃধা কে গ্রেফতার করেছে। মোঃ আবুল হোসেন মৃধা শরণখোলায় উপজেলার রায়েন্দা বাজার পূর্ব মাতা এলাকার মৃত মোহাম্মদ হাওলাদারের ছেলে।
মামলা সূএে জানা যায়, গত ২৩জুলাই বাদশা হাওলাদার এর ১৫ বছরের নাবালক মেয়েকে নিজ বসতঘরে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে জোড় পূর্বক ধর্ষণ করে তারই আপন নানা আবুল হোসেন।
বিষয়টি নিশ্চিত করে শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরামুল হক বলেন, ধর্ষনের অভিযোগে আমরা আবুল হোসেন কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এসকে মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত "প্রতিদিনের নিউজ ডটকম" হেড অফিস: ৫৩/এ নয়া পল্টন এক্সটেনশন রোড ঢাকা-১২০০। মোবাইল ০১৯৩০ ১৭২ ৫২০, ০১৩১৪ ১৬৮ ৬৪৪ । আঞ্চলিক অফিস: হাজী রজ্জব আলী সুপার মার্কেট (নিচ তলা) চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। Email:protidinernews24@gmail
সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না