শেরপুরে “জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট’’ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:২৪:১১ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
- / ৬৭
মোঃ সাইদুর রহমান আপন:
শনিবার, ২২জুলাই সকাল ১০ টায় জেলা পুলিশ শেরপুর কর্তৃক আয়োজিত “জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৩’’ এর বহুল প্রত্যাশিত ফাইনাল ম্যাচ “শেরপুর সদর উপজেলা একাদশ বনাম ঝিনাইগাতী উপজেলা একাদশ” এর মধ্যকার সমাপনী ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে সমাপনী ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো: হুমায়ূন কবীর রুমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বছির আহমেদ বাদল, ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সহ জেলা পুলিশের কর্মকর্তা ও সাংবাদিকগন।
ফাইনাল খেলায় শেরপুর সদর উপজেলা একাদশকে ২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঝিনাইগাতী উপজেলা একাদশ।
পুরুষ্কার বিতরন অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ১,৫০,০০০/- টাকা ও রানার্স আপ দলের হাতে রানার্স আপ ট্রফি ও নগদ ১,০০,০০০/- টাকা অর্থ পুরুষ্কার তুলে প্রধান অতিথি ও সভাপতি মহোদয়।
এসময় জেলা পুলিশের পক্ষ থেকে প্রধান অতিথি মহোদয়ে শুভেচ্ছা স্মারক প্রদান করে পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম।
পুলিশ সুপারের উদোগ্যে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় যুব সমাজকে খারাপ নেশা থেকে দূরে রাখতে, মাদক থেকে দুরে রাখতে গত মার্চ মাসে শুরু হওয়া “জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৩’’ এর আয়োজন করা হয়েছিলো।
উল্লেখ্য জেলা পুলিশ শেরপুরের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই ক্রিকেট টুর্ণামেন্টে মোট ৮ দল অংশগ্রহণ করছিলো। শেরপুর জেলা পুলিশ একাদশ, শেরপুর পৌরসভা একাদশ, শেরপুর সদর উপজেলা একাদশ, নকলা উপজেলা একাদশ, নালিতাবাড়ী পৌরসভা একাদশ, নালিতাবাড়ী উপজেলা একাদশ,শ্রীবরদী উপজেলা একাদশ, ঝিনাইগাতী উপজেলা একাদশ।